ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি ভারত । ১৪০ কোটি ভারতবাসী হতাশ হয়েছেন, চোখের জল ফেলেছেন, লক্ষ্যের এত কাছে পৌঁছেও যে এভাবে খালি হাতে ফিরতে হবে ভাবেননি কেউই । কিন্তু, খেলায় যে হার-জিত থাকেই । তাই যখন সবাই চোখের জল ফেলছেন, তখন হাসিমুখে ছবি শেয়ার করলেন হার্দিক পাণ্ডিয়া । সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা ও রণবীর সিংকে । খারাপের মধ্যেও যে কিছু ভাল থাকে, দুঃখের মধ্যে থেকে কীভাবে আনন্দটা বের করে নিতে হয়, সেটাই বোঝালেন তাঁরা ।
চোটের কারণে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যান হার্দিক পাণ্ডিয়া । তবে, দলের সঙ্গেই সবসময় থেকেছেন তিনি । এদিন খেলা দেখতে আহমেদোবাদেও গিয়েছিলেন তিনি । অন্যদিকে, স্টেডিয়ামে ছিলেন বলি তারকারাও । কিং খান, দীপিকা থেকে গৌরী খান...কে নেই । ভারত ম্যাচ হেরে যাওয়ার পর থমথমে হয়ে যায় তাঁদের মুখগুলো । স্বাভাবিকভাবেই মন খারাপ আয়ুষ্মান খুরানারও । তবে, সব খারাপের মধ্যে ভালও খুঁজে পেয়েছেন তিনি । সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা গেল হার্দিক ও রণবীর সিংয়ের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন আয়ুষ্মান । লেখেন, 'আজকে আমরা হারলাম, খারাপ লাগছে। কিন্তু এই দু’জনের সঙ্গে ভাল সময় কাটল।'
অভিনেতা আরও লেখেন, সেরাটা দিয়েছে টিম ইন্ডিয়া । তাঁদের অবদান ভুলবে না কেউ । হারের মধ্যে সেরাটা খুঁজে নিলেন, বিষাদের মধ্যেও একটুকরো আনন্দ দিয়ে গেলেন তাঁরা, ভারতীয় দলের মনোবল বাড়াতে সাহায্য করলেন