ফেব্রুয়ারির শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজে (India vs Sri Lanka test series) ভারতীয় দলে নেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বিসিসিআই-এর (BCCI) এই সিদ্ধান্তের পর নিজেকে বাংলার রঞ্জি দল (Bengal Ranji team) থেকেও সরিয়ে নিলেন ঋদ্ধি (Wriddhiman Saha)।
সংবাদসংস্থা পিটিআইকে বিসিসিআই (BCCI) সূত্রের পক্ষ থেকে জানানো হয়, “টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকেই ঋদ্ধিকে (Wriddhiman Saha) বলা হয় যে, আমরা ইতিমধ্যেই ব্যাপারটা নিয়ে এগিয়ে গিয়েছি এবং ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে নতুন পরিবর্ত’র কথাও ভাবছি”।
আরও পড়ুন: গৌতম আদানি এশিয়ার ধনীতম ব্যক্তি! মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেলেন
ভারতীয় দলের (Team India) উইকেট কিপার পজিশনে ঋষভ পন্থ (Rishabh Pant) ক্রমশ নিজের জায়গাটিকে দৃঢ় করে ফেলেছেন। তাছাড়া, কানপুরে নিউজিল্যান্ডের (New Zealand test) বিরুদ্ধে টেস্টে কে এস ভরতের (K S Bharat) অসামান্য পারফরম্যান্সের ফলে উইকেট কিপার হিসেবে কে এস ভরতের পজিশনও ক্রমশ সুস্থিত হয়ে উঠেছে।
প্রসঙ্গত, ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) সিএবিকে (CAB) জানিয়েছেন, রঞ্জি ট্রফির দল নির্বাচনে তিনি থাকতে চান না। তিনি বাংলা দলের প্রাক-রঞ্জি শিবিরেও ছিলেন না।