স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি। এই ম্যাচেও ভারতের ত্রাতা সেই হরমনপ্রীত সিং। অধিনায়কের জোডা় গোলেই টোকিও অলিম্পিকের পর প্যারিসেও ব্রোঞ্জ জিতল ভারত। প্রথম কোয়ার্টারে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল স্পেন।
জার্মানির বিরুদ্ধে ৩-২ গোলে হেরে এদিন ব্রোঞ্জের জন্য খেলতে নেমেছিল ভারতীয় হকি। প্রথম কয়েক মিনিট স্প্যানিস আক্রমণে চাপে পড়ে যায় ভারতীয় ডিফেন্স। লং বলে ভারতকে বিব্রত করে স্পেন। আদায় করে নেয় পেনাল্টিও।
এই অবস্থা থেকেই পেনাল্টি কর্ণারের সদ্ব্যবহার করে দলকে ব্রোঞ্জ এনে দিলেন অধিনায়ক হরমনপ্রীত। হকির এই জয়ের ফলে প্যারিস অলিম্পিকে চতুর্থ ব্রোঞ্জ জিতল ভারত। ভারতকে ব্রোঞ্জ উপহার দিয়ে আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন গোলকিপার শ্রীজেস।