বিশ্বকাপের পয়েন্টের ভিত্তিতে প্রথম ৮টি দল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। কিন্তু আয়োজক দেশ হিসেবে পাকিস্তান সরাসরিই খেলবে এই ট্রফি। এই মুহূর্তের বিশ্বকাপের পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দুই স্থানে টিকে থাকার লড়াইয়ে এখন ৪টি দল।
ICC Cricket World Cup: নেদারল্যান্ডসের ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত বিরাট-কুলদীপরা, সমস্যায় ভারতীয় দল
সপ্তম থেকে দশম স্থানে থাকা চারটি দেশ- বাংলাদেশ, নেদারল্যান্ডস , ইংল্যান্ড , শ্রীলঙ্কা প্রত্যেকের পয়েন্ট ৪ করে। প্রত্যেকেই ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে, বাকি রয়েছে আর একটি করে ম্যাচ। এমতাবস্থায়, পাকিস্তানকে হারালে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন ম্যাচ জিততে হবে বাংলাদেশকে, নতুবা তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের দিকে।
পয়েন্ট তালিকায় নবম স্থানে শ্রীলঙ্কা, জিততেই হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর নেদারল্যান্ডসের শেষ খেলা ভারতের বিরুদ্ধে তাই সবচেয়ে বেশি চাপ কার্যত এই দেশেরই।