তাঁরা দুজন অন্তত খাতায়-কলমে একে অপরের 'চিরপ্রতিদ্বন্দ্বী'। বিশ্বের অগণিত ফুটবল ভক্তের কাছে তাঁরা দুজনেই 'সর্বকালের সেরা'ও বটে। গত কাতার বিশ্বকাপে সেই দুই কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একসঙ্গে বসিয়ে দাবা খেলার ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ। রোনাল্ডো এবং মেসিকে বিজ্ঞাপনের মুখ করেছিল এক ফ্যাশন সংস্থা। দুই ফুটবলারের মতো এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন।
এবার জানা গেল, এই ছবিটি তোলানোর জন্য কত টাকা করে নিয়েছিলেন দুই মহারথী। জানা গিয়েছে, বিজ্ঞাপনের জন্য প্রায় ২৪ কোটি টাকা নিয়েছিলেন রোনাল্ডো। মেসি নিয়েছিলেন প্রায় ১৮ কোটি টাকা। অর্থাৎ, প্রায় ৪২ কোটি টাকা খরচ করে এই দুই ফুটবলারকে একটা ছবি তোলানোর জন্য মুখোমুখি বসিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা।
তবে মেসি এবং রোনাল্ডো একসঙ্গে এই ছবি তোলেননি। মেসি এবং রোনাল্ডোকে আলাদা আলাদা ডেকে তাঁদের ছবি তোলা হয়েছিল। পরে সম্পাদনা করে সেই ছবি জুড়ে দেওয়া হয়।
এই ছবি তুলতে অ্যানি লিবোভিটজও নিয়েছিলেন বেশ কয়েক কোটি টাকা।