ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। আর তারপরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গম্ভীরের বেতন। আদৌ কতটা লাভবান হবেন তিনি? যদিও সূত্রের খবর, জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেওয়া হলেও আর্থিক চুক্তি নিয়ে এখনও কোনও রফা হয়নি।
জানা গিয়েছে, গম্ভীর নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ পেতে চাইছেন। তারপর বেতন নিয়ে আলোচনা করবেন তিনি। ইতিমধ্যে একটি তালিকা বোর্ডের কাছে জমা দিয়েছেন গম্ভীরের। সূত্রের খবর, ওই তালিকায় একাধিক নাম থাকলেও অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে ভাবছে বোর্ড।
এদিকে বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে বার্ষিক ১২ কোটি টাকা বেতন দেওয়া হত। তারসঙ্গে বিদেশ সফরে দৈনিক ২১ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। সূত্রের খবর, গৌতম গম্ভীরকে তার থেকে কিছুটা বেশি বেতন দেওয়া হতে পারে। তবে KKR-এর বেতনের সমান হবে না বলে ধারণা ক্রীড়া বিশেষজ্ঞদের।