সানিয়া-শোয়েবের বিয়ের ১৪ বছর কেটে গিয়েছে। তবে, সম্পর্কের তাল কাটার গুঞ্জন শোনা গিয়েছিল গত বছর থেকেই। বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি দু'জনার কেউই। তবে, সম্পর্কে ফাটল যে ধরেছে তা এক প্রকার স্পষ্ট হল তাঁদের বিবাহবার্ষিকীর দিন।
বুধবার ছিল সানিয়া-শোয়েবের বিবাহবার্ষিকী। কিন্তু সম্পর্কের নীরবতা মতো চুপ তাঁদের সোশ্যাল মিডিয়াও। দিন কয়েক আগেও সনিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব। কিন্তু বুধবার দু'জনের কাউকেই দেখা যায়নি বিয়ের জন্মদিন উদযাপন করতে। শুভেচ্ছাও জানাননি একে অপরকে।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে নীরব সানিয়া-শোয়েব। চোখে চোখ, হাতে হাত আগের মতো আর কোনও ছবিই আর দেখতে পাওয়া যায় না দু'জনের প্রোফাইলে। পারিবারিক পোস্ট বলতে দু'জনের মধ্যে একটি যোগসূত্র, ছেলে ইজহান।