এক বছর হয়ে গেল। নেই শেন ওয়ার্ন (Shane Warne)। বন্ধুর মৃত্যুবার্ষিকীতে (shane warne death anniversary) হৃদয়স্পর্শী টুইট করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar )। জানালেন, ওয়ার্নকে মিস করেন তিনি। সেই ছবি দেখে কার্যত আবেগে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা।
এদিন তেন্ডুলকার ওয়ার্নের সঙ্গে একটি পুরানো ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন "মাঠে আমাদের কিছু স্মরণীয় যুদ্ধ হয়েছে এবং এর বাইরেও একইভাবে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছি আমরা। আমি তোমায় শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই নয়, একজন মহান বন্ধু হিসেবেও মিস করি।"
আরও পড়ুন - 'দিল চাহতা হ্যায়' মোমেন্ট, দুই প্রাক্তন সতীর্থের ছবি শেয়ার করে ক্যাপশন সচিনের
মাস্টার ব্লাস্টার লেখেন, তিনি নিশ্চিত ওয়ার্নির মধ্যে এখনও সেই রসবোধ আর ক্যারিশমা আছে। সচিনের মতে, পরলোকেও একই রকম আছেন কিংবদন্তি স্পিনার।