ICC-র বড় ঘোষণা । এবার থেকে আইসিসি প্রতিযোগিতায় পুরুষদের সমান পুরষ্কার মূল্য পাবেন নারীরা । বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির একটি বৈঠক হয় । সেই বৈঠকেই বলা হয়েছে আইসিসি টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা দলের প্রাইজ মানি একই । অর্থাৎ এখন থেকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে ছেলে-মেয়েদের । এছাড়া, ম্যাচ ফি-ও সমান দেওয়া হবে । জয় শাহ টুইট করে ICC-কে ধন্যবাদ জানিয়েছেন ।
আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, "ক্রিকেটের ইতিহাসে এটি ঐতিহাসিক মুহূর্ত । আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে । ২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি। উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে ।এবার থেকে তাই হবে ।"
আরও পড়ুন, India vs Pakistan: শুক্রবার এশিয়া কাপের সূচি ঘোষণা, ৫ সেপ্টেম্বরেই কি ভারত-পাক লড়াই, শুরু জল্পনা
আইসিসির ঘোষণার পরেই জয় শাহ টুইট করেন । লেখেন, "নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।" উল্লেখ্য,গত বছরই ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে বলে ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।