করোনা আক্রান্ত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামায় আর কোনও বাধা রইল না খেলোয়াড়দের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এত দিন নিয়ম ছিল, করোনা আক্রান্ত হলে নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত মাঠে নামা যাবে না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই নিয়ম শিথিল করা হয়েছে। করোনা আক্রান্ত হলেও বিশ্বকাপ খেলতে পারবেন ক্রিকেটাররা। তবে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তাঁকে।
আইসিসি জানিয়েছে, ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে না। কারও শরীরে উপসর্গ দেখা দিলে তবেই পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটার খেলবেন কি না, সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দলের চিকিৎসক। কোভিড আক্রান্ত অবস্থায় খেলতে নামলে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে তাঁকে। কারও সংস্পর্শে আসতে পারবেন না তিনি। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে তাঁর কোনও বাধা নেই বলেই জানিয়েছে আইসিসি।
Tips for good sleep: ঘুম কেড়েছে ঘুমহীনতা? জেনে নিন মুশকিল আসানের টোটকা
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মহিলা দলের বিরুদ্ধে করোনা আক্রান্ত অবস্থাতেই খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা। তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে টি টোয়েন্টি বিশ্বকাপে করোনা আক্রান্তদের মাঠে নামায় আপত্তি জানাল না আইসিসি।