ক্রিকেট বিশ্বকাপ, তায় ফাইনালে আবার ভারত । স্বাভাবিকভাবেই দেশজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আবার ২০ বছর বাদে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া । তবে, রবিবার খেলা দেখার পাশাপাশি আপনাদের জন্য ভরপুর বিনোদনের আয়োজন করা হয়েছে । সমাপ্তি অনুষ্ঠানে থাকছে একের পর এক চমক । রবিবার কখন কোন অনুষ্ঠান, দেখে নিন
ফাইনাল শুরুর আগে দুপুর দেড়টা থেকে ১টা ৫৫ মিনিট পর্যন্ত পারফর্ম করবে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’। তারপর খেলার বিরতির সময় থাকবে ‘প্যারেড অফ চ্যাম্পিয়নস’। অর্থাৎ, বিশ্বজয়ী অধিনায়কদের প্যারেড হবে । সেখানে থাকবেন কপিল দেব ও ধোনিও । বিশ্বকাপজয়ী অধিনায়কদের সংবর্ধনাও জানানো হবে ।
প্রথম ইনিংসের ড্রিঙ্ক ব্রেকে গাইবেন শিল্পী আদিত্য গাধবী । প্রথম ইনিংসের ব্রেকে দেখা যাবে প্রীতমের লাইভ পারফরম্যান্স । প্রীতম ছাড়াও পারফর্ম করবেন জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাসা সিং, তুষার যোশি। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেকে থাকবে ৯০ সেকেন্ডের লাইট অ্যান্ড লেজার শো ।