গোটা বিশ্বজুড়ে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের কালো মেঘ। গাজায় ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। তারই আঁচ এবার এসে পড়ল বিশ্বকাপের মহারণে। প্যালেস্টাইনের সমর্থনে শান্তির বার্তা নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঢুকে পড়লেন এক ভারতীয় সমর্থক। কিং কোহলির কাঁধে হাত রেখে যুদ্ধ বিরোধী বার্তা রাখলেন বিশ্ববাসীর কাছে।
যুবকের টি শার্ট, মুখের মাস্কেও ছিল প্যালেস্টাইনের পতাকা। টিশার্টের বুকে লেখা 'স্টপ বোম্বিং প্যালেস্টাইন'। পিঠে লেখা 'ফ্রি প্যালেস্টাইন'।
ম্যাচের বয়স তখন ১৩ ওভার ৩ বল। ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছে ৯৩। ক্রিজে আছেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। আচমকাই নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন ওই ব্যক্তি৷ পৌঁছে যান কোহলির একদম কাছে। দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান।