জুনে T20 বিশ্বকাপ ঘিরে উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। এর আগে সূচি ঘোষণা হলেও খেলার সময় জানানো হয়নি। বৃহস্পতিবার ICC এর তরফে জানিয়ে দেওয়া হল প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে। স্থানীয় সময় সকাল ৯.৩০টা । এমনকি টিকিট বিক্রির ঘোষণাও করে দেওয়া হয়েছে।
Mamata Banerjee: রেডরোডে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী, চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে নেওয়ার নির্দেশ পুলিশের
জানানো হয়েছে দাম থাকবে সাধ্যের মধ্যেই। ভারত এবং পাকিস্তানের সব ম্যাচই এমন সময়ে দেওয়া হয়েছে যাতে দু’দেশের দর্শকেরা অনায়াসে দেখতে পারেন। ২২ ফেব্রুয়ারি থেকে মিলবে টিকিট।