চালু হতে হয়েছে ক্রিকেটের নতুন নিয়ম- 'স্টপ ক্লক'। এর আগে পরীক্ষামূলভাবে চালু করা হয়েছিল এই নিয়মটি। একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ফরম্যাটেই দেখা যাবে এই নিয়ম। শুক্রবার একটি বিবৃতি দিয়ে আইসিসি জানায়, ২০২৪ সালের জুন মাস থেকেই স্টপ ক্লক নিয়ম চালু হতে চলেছে একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হবে।
কী এই নিয়ম?
নিয়মটি খুবই সহজ। একটি ওভার শেষ হওয়ার পর তার পরের ওভারটি শুরু করতে হবে ৬০ সেকেন্ডের মধ্যে। সময় শুরু হওয়ার বিষয়টি লক্ষ রাখবেন থার্ড আম্পায়ার। প্রথমবার মিস করলে সতর্ক করে দেওয়া হবে। দু'বার করলেও সতর্ক করে দেওয়া হবে। তৃতীয়বার থেকে যত বার এই ঘটনা ঘটবে, প্রতি বারই শাস্তি হিসাবে ব্যাটিং দলকে পাঁচ রান দেওয়া হবে।