১৭ বছরের অপেক্ষার অবসান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়েই দাপট ছিল মেন ইন ব্লু-এর। তারই প্রমাণ পাওয়া গেল আইসিসির (ICC) বেছে নেওয়া সেরা একাদশে। তালিকায় ভারতের ৬ জন ক্রিকেটার। কিন্তু বাদ পড়লেন বিরাট কোহলি।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) যে সেরা একাদশ বেছেছে আইসিসি, সেখানে রয়েছেন ভারতের রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ আর অর্শদীপ সিং।
উল্লেখযোগ্যভাবে, রানার্স দল দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার নেই সেরা একাদশে। ৬ ভারতীয় ছাড়া তালিকায় রয়েছে আফগানিস্তানের ৩ জন, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার। রয়েছেন টিম অফ দ্য টুর্নামেন্টে। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি এই দলে।