এখনও পর্যন্ত কোনও ম্যাচে না হেরে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত। এই ম্যাচে হতে পারে তিনটি বদল।
বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতেরা। রবিবারের ম্যাচের সম্ভাব্য একাদশের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক এক নজরে।
নেদারল্যান্ডসের মুখোমুখি মাঠে নামতে পারেন রোহিত শর্মা, ঈশান কিশান, বিরাট, কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।