বুধবার সেমিফাইনাল । ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল । সেমিফাইনাল খেলতে মুম্বইয়ে পৌঁছে গেলেন রোহিতরা । সোমবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সস্ত্রীক রবীন্দ্র জাদেজকে । ভারতীয় টিমকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে চত্বরে ভিড় করেছিলেন মুম্বইবাসী ও ক্রিকেটপ্রেমীরা ।
চলতি বছরের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত । টানা ৯টি ম্যাচ জিতেছেন রোহিতরা । কিন্তু বুধবার নকআউট। ওয়াংখেড়েতে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে না পারলে, এতদিনের পরিশ্রম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে । তাই, আত্মতুষ্টিতে ভুগতে নারাজ টিম ইন্ডিয়া । তবে, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন কপিল-ধোনিকে ছাপিয়ে রোহিতের দলই এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের সেরা একাদশ ।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ । অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে । ২৪ বছর আগেও ১৯৯৯ সালে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া । সেবার ফাইনালে ওঠেন অজিরা ।