দেবীপক্ষে বিশ্বকাপ। মহালয়ার দুপুরে মুখোমুখি ভারত-পাকিস্তান। কেমন হবে সেই ম্যাচে আমেদাবাদের নিরাপত্তা ? তার নীল-নকশা সাজানো হয়ে গেল। আমেদাবাদ পুলিশ জানিয়েছে, ম্যাচের দিন স্টেডিয়ামের নিরাপত্তায় মোতায়েন করা হবে ১১ হাজার নিরাপত্তা কর্মী। এরমধ্যে রাখা হবে এনএসজি কম্যান্ডোদেরও।
আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, ম্যাচের আগে থেকে শেষের পরেও গোটা শহরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে নবরাত্রি। উৎসবের উপর যাতে কোনও আঁচ না আসে সেই ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন : ডেঙ্গি আক্রান্ত শুভমন রয়ে গেলেন চেন্নাইয়ে, নেই দিল্লি ম্যাচেও
এদিকে, ভারত-পাক ম্যাচ দেখার জন্য এখনও বিশাল সংখ্যক পাক সমর্থকদের ভিসা আটকে রয়েছে। সেই ভিসা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, তার জন্য এবার তদ্বির শুরু করলেন পাক বোর্ডের প্রধান জাকা আসরফ। পিসিবি সূত্রে দাবি, ইতিমধ্যে এই ব্যাপারে তিনি পাক বিদেশমন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন। তাঁকে ভিসা পাওয়ার ব্যাপারে আশ্বাসও দেওয়া হয়েছে।