এক বলে ১৩ রান ! অবাক হওয়ার মতো এই ঘটনা ঘটেছে এবারের বিশ্বকাপে। সোমবার হায়দরাবাদে মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ড এবং নেদারল্যান্ডস। সেই ম্যাচেই এই অভিনব রেকর্ড তৈরি হয়েচে। শেষ ওভারে ব্যাট করছিলেন কিউই ক্রিকেটার মিচেল স্যাটনার। বল করছিলেন নেদারল্যান্ডসের বাস ডি লিড।
লিডের শেষ বলে ছয় মেরেছিলেন স্যাটনার। সেই বলকে নো করেছিলেন আম্পায়র। ফলে একটি ফ্রি হিট পেয়েছিলেন স্যাটনার। সেই বলেও ছক্কা হাঁকান তিনি। সবমিলিয়ে তৈরি হয় এক বলে ১৩ রানের নজির। এই ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন : বিশ্বকাপে আজ ইংল্যান্ড-বাংলাদেশ, ধর্মশালায় নেই স্টোকস
সোমবার হায়দরাবাদে নিউ জিল্যান্ডের ৩২২ রান তাড়া করতে নেমে ২২৩ রানে অলআউট ডাচরা। ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট স্যাটনারের। তিনটি উইকেট পেয়েছেন ম্যাট হেনরি। ডাচদের স্কোর কার্ডে ৬৯ রান কলিন অ্যাকরম্যানের।
বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের সামনে ৩২৩ রানের টার্গেট রাখে নিউ জিল্যান্ড। সোমবার হায়দরাবাদে প্রথম ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেট ৩২২ রান করে কিউইরা। ৮০ বলে ৭০ রান করেন কিউই ব্যাটার ইয়ং।