নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এবার আইপিএলের ফাইনাল হয়েছিল এই মঞ্চেই। বিশ্বকাপের (ODI World Cup 2023) শুরু ও শেষ এই মাঠেই। ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচও এই মাঠেই রেখেছে বিসিসিআই। এবার ভারতীয় দল অনেক ক্রিকেটারেরই এই মাঠ ঘরের মাঠ। কারও আইপিএল সূত্রে, কারও আবার জন্মসূত্রে।
গুজরাত শহরে জন্ম রবীন্দ্র জাদেজার। তিনি জামনগরের বাসিন্দা। এদিকে সুরাটে জন্ম হার্দিক পান্ডিয়ার। তিনিও এদিন দেশের জার্সিতে ঘরের ছেলে হয়েই নেমেছেন। আহমেদাবাদের এক্কেবারে ঘরের ছেলে জসপ্রীত বুমরা। ম্যাচের আগে মায়ের সঙ্গে দেখাও করে আসেন তিনি। এদিকে ঘরের মাঠে খেলতে নেমেছেন কিন্তু শুভমান গিলও। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন তিনি। এই মাঠেই ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে।
আরও পড়ুন: ভাঙল পাক ওপেনিং জুটি, প্রথম উইকেট সিরাজের, বড় রানের লক্ষ্যে পাকিস্তান