রবিবাসরীয় ইডেনে বিশ্বকাপ যজ্ঞে অতিরিক্ত মেট্রো। কলকাতা মেট্রো রেল জানিয়েছে, ওই দিন রাতে এসপ্ল্যানেড থেকে রাত পৌনে এগারোটা নাগাদ শেষ মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দুটি স্টেশনে শেষ মেট্রো ঢুকবে রাত ১১টা ১৮ মিনিটে। তবে, খেলা আগে শেষ হয়ে গেলে কোনও পরিষেবা পাওয়া যাবে না বলেই রেলের তরফে জানানো হয়েছে।
ইতিমধ্যেই ইডেনে বিশ্বকাপের দুটি ম্যাচ হয়ে গিয়েছে। ওই দুটি ম্যাচে অনেক আগেই দর্শক মাঠের বাইরে চলে এসেছিলেন। অনেকের অভিযোগ, কোনও রকম বিশেষ মেট্রো তাঁরা পাননি। যদিও মেট্রো জানিয়েছে, মঙ্গলবার কোনও বিশেষ পরিষেবা ছিল না।
রবিবার বিশ্বকাপের ম্যাচে ইডেনে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে এই ম্যাচের টিকিট চাহিদা তুঙ্গে। কলকাতার একাধিক জায়গায় টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।