ভারতের মাটিতে বিশ্বকাপের সবচেয়ের বড় অঘটন ঘটালো আফগানিস্তান। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে প্রথম পয়েন্ট পেলেন রশিদ খানরা। আফিগানিস্তানের ২৮৪ রান তাড়া করতে নেমে জস বাটলাররা অলআউট ২১৫ রানে। ম্যাচে তিনটি করে উইকেট রশিদ খান ও মুজিবর রহমানের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৪ রান করে আফগানিস্তান। ৫৭ বলে ৮০ রান করে আফগান ইনিংসকে মজবুত করেন নাইটদের ক্রিকেটার গুরবাজ। এরপর ইকক্রামের ব্যাট ৫৮ রান আফগান ইনিংসকে আরও পোক্ত করে।
জবাবে ব্যাট করতে নেমেই ১১৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। ৫১ রানে তিন উইকেট মুজিবের। ৩৭ রানে তিন উইকেট নেন রশিদ খান। ম্যাচের সেরা আফগানিস্তানের মুজিব।