চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। ঘূর্ণি পিচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদির।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতে বিশ্বকাপে প্রথম চমক দেয় আফগানিস্তান। এবার তাঁদের প্রতিপক্ষ আরও এক শক্তিশালী টিম কিউয়ি ব্রিগেড। গত ম্যাচে টিমে ফিরেছেন কেন উইলিয়ামসন। কিন্তু আঙুলের চোটে এই ম্যাচে ফের বাদ পড়েছেন তিনি। অধিনায়ক টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায়। এদিকে চেন্নাইয়ের ঘূর্ণি পিচে রশিদ খানের নেতৃত্বে নিউজিল্যান্ডকে কম রানে অলআউট করাই চ্যালেঞ্জ আফগানিস্তানের।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারিতে সমর্থকদের আচরণ, এবার আইসিসি-র কাছে অভিযোগ PCB-এর
এদিন গত ম্যাচের টিমেই খেলতে নেমেছে আফগানিস্তান। দলে কোনও পরিবর্তন করেনি তাঁরা।