বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অরুন জেটলি স্টেডিয়ামে শুরুতেই আফগান শিবিরকে ধাক্কা ভারতীয় বোলারদের। মাত্র ১৩ ওভারেই তিন উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া (ODI World Cup 2023)। ধাক্কা সামলে বড় পার্টনারশিপের দিকে নজর আফগানদের (India vs Afghanistan Match)।
এদিন আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। ফেরান আফগান ওপেনার ইব্রাহিম জার্ডানকে। ২২ রান করে ফেরেন ইব্রাহিম। রহমাতুল্লাহ গুরবাজকে ২১ রানে ফেরান হার্দিক পান্ডিয়া। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ফেরে আফগানিস্তান। ঠিক তার পরের ওভারেই আসে আরও একটি সাফল্য। শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফেরেন রহমত শাহ। ৬৩ রানে ৩ উইকেট হারান তাঁরা।
আরও পড়ুন: ফের পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচের টিকিট, কখন থেকে বুকিং শুরু, জানাল বোর্ড
অধিনায়ক শাহিদি ও ওমারজাই এখন ক্রিজে। ২৩ ওভারে আফগানিস্তানের রান তিন উইকেটে ৯৪।