চলছে ক্রিকেটের মহারণ। এদিকে ভূমিকম্পে ধংসাবশেসে পরিণত হয়েছে আফগানিস্তান। এরমধ্যেই, বিশ্বকাপের মাঠে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ঐতিহাসিক জয় আফগানিস্তানের। রহমানুল্লাহ গুরবাজ , রশিদ খানরা মাটি আঁকড়ে খেলে গিয়েছেন।
দেশের জয় মাঠ থেকেই সেলিব্রেট করলেন আফগান সুন্দরী ওয়াজমা আইয়ুবি (Wazhma Ayoubi)। গ্যালারিতেই জাতীয় পতাকা হাতে, আফগান সাজে নাচলেন সুন্দরী। নিমেষে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Litton Das: সংবাদমাধ্যমের সঙ্গে পুণের হোটেলে খারাপ ব্যবহার, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন লিটন দাস
নিজের নাচের ভিডিও পোস্ট করে ওয়াজমা লিখেছেন ,‘আফগানিস্তান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়েছে। আফগানিস্তানের সবাইকে অভিনন্দন। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের প্রথম বিশ্বকাপ জয় পেলাম।