অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন আজমাতুল্লাহ ওমারজাই। ৯৭ রান করে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসে ভর করেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলল আফগানিস্তান। ২৬ রান করলেন নুর আহমেদও। এবার দক্ষিণ আফ্রিকাকে কম রানে বেঁধে ফেলাই চ্যালেঞ্জ হাসমাতুল্লাহ শাহিদিদের।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও তাঁদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল। এবার কিন্তু শুরুটা ভাল হয়নি। ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগান টিম। কিন্তু খেলা ধরে নেন ওমারজাই। অন্যপ্রান্তে পরপর উইকেট পড়তে থাকলেও, দক্ষিণ আফ্রিকার বোলারদের একাই সামলান তিনি।
এদিকে ভারতের বিরুদ্ধে হারের পর এই ম্যাচে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন জেরাল্ড কোয়েটজি। ১০ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট কেশভ মহারাজেরও।