বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করল আফগানিস্তান। শুক্রবার নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে দিল তাঁরা। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে নেদারল্যান্ডস। ৩১.৩ ওভারে ৩ উইকেটেই সেই রান তুলে নেয় আফগান ব্রিগেড। এই জয়ের পর বিশ্বকাপের পঞ্চম স্থানে উঠে এল আফগানিস্তান। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ নবি।
আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ৫৬ রান করেন। রহমাত শাহ ৫২ রান করেন। আফগানিস্তানের হয়ে তিন উইকেট নেন মহম্মদ নবি। আফগানিস্তান জেতায় পাকিস্তান ছয় নম্বরে নেমে গেল। আফগানিস্তানের জয়ের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।
এদিন কোনও উইকেট পাননি রশিদ খান। তবে মহম্মদ নবি একই তিন উইকেট নিয়ে নেন। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ৩১ রানে ২ উইকেট নূর আহমেদের। ১ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান।