বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। রাজধানীর দূষণের জেরে এই ম্যাচ ঘিরে অনেক অনিশ্চয়তা ছিল। যাইহোক সেই ম্যাচ অবশেষে শুরু হয়েছে। কিন্তু শ্রীলঙ্কা মাঠে নামার আগে ধাক্কা খেলেন সে দেশের ক্রিকেট কর্তারা।
বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে ৩০২ রানে হার। তার জেরে গোটা বোর্ডকে বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার। তবে শ্রীলঙ্কার ক্রিকেটে এই ঘটনা মোটেই নতুন নয়। কারণ, এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার ক্রিকেটে। এর আগে দুর্নীতির অভিযোগেও শ্রীলঙ্কার বোর্ডকে বরখাস্ত করা হয়েছিল।
আপাতত বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। নতুন সাত সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। তাতে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন।