কাকার পদত্যাগ। কলকাতায় দল থেকে ছিটকে গেলেন ভাইপো। বিশ্বকাপের মঞ্চে এই ঘটনার সাক্ষী থাকল কলকাতা। সোমবার পাকিস্তানের মুখ্য নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজামাম-উল-হক। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর ভাইপো ইমাম-উল-হককে পাক দল থেকে ছেঁটে ফেলা হল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদশে নেই এই ওপেনার।
যদিও এই বিশ্বকাপে খুব একটা কিছু করতে পারেননি ইমাম। একটা ৭০ রানের ইনিংস ছাড়া আর কিছুই নেই তাঁর ব্যাট থেকে। বরং তাঁর জন্যই ফখর জামানকে মাঠের বাইরে থাকতে হচ্ছিল বলেও অভিযোগ উঠছিল। তাই ইডেনে ফখরকে দলে এনে বাদ দেওয়া হয়েছে ইমামকে।
আরও পড়ুন : বিশ্বকাপের মধ্যে বড় ধাক্কা, পদ ছাড়লেন ইনজামাম উল হক
কিন্তু কেন এই ম্যাচে মাঠে নামলে না শাদাব খান, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গেল। কারণ, বারবার দাবি করা হচ্ছে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারছেন না তিনি। যদিও গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাথায় আঘাত পেয়েছিলেন শাদাব।