জোড়া বিতর্কের মধ্যেই দিল্লিতে আজ বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। বিতর্ক এক, কোন যুক্তিতে ভারত এশিয়ান গেমস ক্রিকেটে সোনা পেল, তা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন এক আফগান ক্রিকেটার। আর বিতর্ক দুই, কোটলায় বিরাট-নবীন দ্বৈরথ। যদিও দ্বিতীয় বিষয়টি নিয়ে আপাতত কোনও জলঘোলা হয়নি।
এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেট খেলতে নেমে সোনা জিতেছে ভারত। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। বৃষ্টির জেরে মাঝপথে বন্ধ যায় এই ম্যাচ।
আরও পড়ুন : স্পিন ত্রিফলায় কোটলায় আফগান বধ করতে চান রোহিত শর্মা
ভারতকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়। আফগান দলের রিজার্ভ সদস্য ফরিদ মালিকের অভিযোগ, ক্রমতালিকায় এগিয়ে থাকা সোনা জয়ের ক্ষেত্রে কোনও যোগ্যতা হতে পারে না।
ভারতীয় দল অবশ্য কোনও বিতর্কেই কান দিচ্ছে না। বরং ফোকাস করছে এদিনের কোটলা ম্যাচের উপরেই। মাঠের বাইরে তারা অনেক বেশি আগ্রহী শুভমন গিলকে নিয়ে। বুধবারই হয়তো ঠিক হয়ে যেতে পারে বিশ্বকাপে শুভমনের ভাগ্য।