ভারতের হারে ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা । ম্যাচ শেষে কাউকে চোখের জল ফেলতে, কাউকে মুখ লুকাতে দেখা গিয়েছে । বারবার চোখ মুছতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে । আবেগ ধরে রাখতে পারেননি অনুষ্কাও । গ্যালারি থেকে নিচে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন, সান্ত্বনা দেন ।
শুধু অনুষ্কা নন, গ্যালারিতে ছিলেন রোহিতের স্ত্রী রীতিকা, জাদেজার স্ত্রী ও আতিয়া শেট্টিরা । কাঁদছিলেন ওঁরাও । অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই দু’হাতে মুখ ঢেকে ফেলেন অনুষ্কা। কেঁদে ফেলেন রোহিতের স্ত্রী । আবেগ ধরে রাখতে পারেন না আথিয়া শেট্টিও ।
ফাইনালে হেরে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি । ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। অলরাউন্ড পারফরম্যান্স করে ওই খেতাব জেতেন যুবি । কিন্তু বিরাট যেন মিলিয়ে দিলেন সেই ২০০৩-এর সচিনকেই। গোটা টুর্নামেন্টে সবথেকে বেশি রান। পূরণ করলেন ৫০তম সেঞ্চুরি। ভাঙলেই একাধিক রেকর্ড। এবার ঘরের মাঠে দ্বিতীয় বিশ্বজয় সম্ভব হল না বিরাটের। শূন্য হাতেই মাঠ ছাড়তে হল বিরাটকে।