ইডেন গার্ডেন্সে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। সেমিফাইনালে উঠতে গেলে কত রানে বা কত উইকেটে জিততে হবে পাকিস্তানকে। এই নিয়ে বেশ কিছু সমীকরণ সামনে এসেছে। তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তেমন কোনও জয়ের নজির এখনও নেই। তবু আশা ছাড়ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিন ইডেনে সাংবাদিক বৈঠকে এসে বাবর জানিয়ে দিলেন, এখনও আশা ছাড়েনি দল। তাঁরা সেমিফাইনালে যেতে পারেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বেশ কিছু স্ট্র্যাটেজি তৈরি করেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ইডেনে নামার আগে জানিয়ে দিলেন, "ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। আমরা শেষ পর্যন্ত নিজেদের সবটুকু দেওয়ার চেষ্টা করব।" বাবরের মতে, ফাখর জামান যদি ২০-৩০ ওভার ক্রিজে থেকে যান, তাহলে বড় রান উঠতে পারে। বাবর জানান, এই ম্যাচে ইফতিকার আহমেদ ও মহম্মদ রিজওয়ানের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানান বাবর।
ভারতে খেলতে কি অসুবিধা হচ্ছে পাকিস্তান টিমের পাকিস্তান টিমের। খুবই সতর্কভাবে উত্তর দিয়েছেন বাবর আজম। বাবরের মতে, "আমরা স্বীকার করছি, আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি।" ভারতে প্রথম সফর বলে খেলার মানে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন পাক অধিনায়ক।