বিরাট কোনও অঘটন না ঘটলে নবাবের শহর লখনউয়ে আজ তিন স্পিনারেই ভারত। ইঙ্গিত যা তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ বছর পর বিশ্বকাপের ম্যাচ জিততে ভারতের হাতিয়ার হতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে মাঠের বাইরে রাখার খেসারত দিতে হয়েছিল রোহিত শর্মাকে। এবার সেই ভুল আর করতে চান না ভারত অধিনায়ক।
ইঙ্গিত যা, তাতে বিশ্বকাপে ছয়ে-ছয় করতে একনায় ঘূর্ণি পিচই তৈরি হয়েছে। আর সেখানে কুলদীপ-জাডেজার পাশে আর্দশ অশ্বিন। তাই পাঁচ উইকেট নেওয়ার পরেও হয়তো শামিকে এই ম্যাচে বাইরে বসতে হচ্ছে। কারণ, হার্দিকের বদলি হিসাবে এই ম্যাচে আরও একটা সুযোগ পেতে পারেন সূর্য কুমার যাদব।
আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে আজই বিশ্বকাপের সেমিফাইনাল সিল করতে চায় ভারত
হারের হ্যাটট্রিক করে এই ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যারা কার্যত এই টুর্নামেন্টে আর নেই। তাদের বিরুদ্ধেও কিন্তু ভারত বেশ সতর্ক। তাই ম্যাচের আগে লোকেশ রাহুলের দাবি, ঠিক যেভাবে শুরু হয়েছে, এই ম্যাচেও ঠিক তাই চলবে। পরীক্ষার কোনও জায়গা এই টুর্নামেন্টে নেই।