ইডেনে রুদ্ধশ্বাস লড়াই। দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া। রবিবার টিম ইন্ডিয়ার মুখোমুখি প্যাট কামিন্সরা। ইডেনের উইকেটে ২১৩ রানের টার্গেট যেন ৪০০ রানের সমান। মেঘলা আবহাওয়ায় প্রথমে ব্যাট করে অজি পেস আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।। কিন্তু দ্বিতীয় ইনিংসে আসল চেহারা সামনে আসে ইডেনের উইকেটের।
রান তাড়া করতে নেমে ১০৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়াও। ১৩৩ রানে লাবুশানে আউট হতে আরও চাপ বাড়ে। শামসির ডেলিভারিতে ১ রানে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৬২ বলে ৩০ রানের ইনিংস আসে স্টিভ স্মিথের ব্যাটে। জোশ ইঙ্গলিশ ৪৯ বলে তোলেন ২৮ রান। তাঁদের জুটিই অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই দুই উইকেট পড়তেই ফের চাপ বাড়ে। খেলা শেষ করে ফেরেন মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স।
এদিন টসে জিতে ইডেনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু সেই সিদ্ধান্ত কতটা ভুল ছিল, বোঝা যায় কিছুক্ষণ পরই। টপ অর্ডারের চার ব্যাটসম্যানই দ্রুত ফেরেন প্যাভিলিয়ানে। হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারের অবিশ্বাস্য ইনিংসে ২০০ রানের গণ্ডি পার করে দক্ষিণ আফ্রিকা। ২১২ রানে অলআউট হয় তাঁরা। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ২টি করে উইকেট জোসে হ্যাজেলউড ও ট্রেভিস হেডের।