২০০৩ জোহানেসবার্গ। ৩৫৯ রান তুলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০ বছর আগে সেদিন হারতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়াকে। ২০ বছর পর সৌরভের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ফাইনালে উঠে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে নামবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠল ব্যাগি গ্রিন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের ব্যাটে সেঞ্চুরি আসে। কিন্তু কামিন্স ও স্টার্ক ও হ্যাজেলউডের বোলিং দাপটে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। মিলার ছাড়া একমাত্র বড় রান আসে হেনরি ক্লাসেনের ব্যাটে। ৪৭ রান করেন তিনি। ২১৩ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও সামলে নেয় অস্ট্রেলিয়া।