বিশ্বকাপ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের দাবি, ড্রাই পিচে রান তাড়া করাই ভাল বলে মনে করছেন তিনি। কিন্তু টস জিততে তিনি ব্যাট করতেন বলেই দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মার। তাঁর মতে, এই পিচে প্রথমে ব্যাট করা ছাড়া আর কোনও উপায় নেই। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল অপরিবর্তিত।
গত ১৪ অক্টোবর যে পিচে ভারত-পাকিস্তানের খেলা হয়েছিল, সেই পিচেই হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মেগা ফাইনাল। রবি শাস্ত্রী ও ম্যাথু হেডেনের মতে, এই পিচে বল ঘুরবে। তাই টস জিতলে প্রথমে ব্যাট ছাড়া আর কিছুই করা নেই অধিনায়কদের কাছে।
কী ভাবে শুরু করা উচিত ? হেডেনের মতে, ২০০৩ সালে যেভাবে তাঁরা শুরু করেছিল, এই অস্ট্রেলিয়ার উচিত টস জিতে সেইভাবে শুরু করা। আর রান তাড়া করতে নামলে ঠিক যেভাবে অস্ট্রেলিয়া খেলছিল, সেই একই খেলা খেলতে পরামর্শ দিয়েছেন হেডেন।
রবি শাস্ত্রীর মতে, কোনও বাড়তি নয়, গত ১০ ম্যাচ যেভাবে খেলছেন রোহিতরা, সেই ম্যাচই খেলতে পরামর্শ দিলেন প্রাক্তন কোচ। তিনি মনে, ফাইনালে এসে বাড়তি কিছু করার অর্থ, অহেতুক পরীক্ষা করা।
এই মাঠে প্রথমে ব্যাট করে কোনও টিম জিতেছে একবার। রান তাড়া করে দল জিতেছেন তিনবার। এই মাঠে প্রথম ব্যাট করে সর্বোচ্চ রান ২৫১।