ইডেনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপে ফাইনালে উঠতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। আর এদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার ভারতের মাটিতে ফাইনাল খেলতে মুখিয়ে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, দুই ক্রিকেটারেরই বিশ্বকাপের নক-আউট স্টেজে অভিজ্ঞতা নেই। ১৯৯৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেবার প্রোটিয়াসদের মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নেয় অস্ট্রেলিয়া। এবার কুইন্টন ডি কক, মিলার, রাসেন ভ্যান ডাসেনরা যে ফর্মে আছেন, অস্ট্রেলিয়ার জন্য লড়াই সহজ হবে না।
এদিকে অস্ট্রেলিয়া টিমে এখনও ফর্ম স্টিভ স্মিথ। সেমিফাইনালেই ফর্ম ফিরে পেতে পারেন। অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, তাঁরা এই ম্যাচে বাড়তি চাপ নিতে চান না। যেটুকু দায়িত্ব, সেটাই পালন করতে চান।