শনিবার মরণ-বাঁচন ম্যাচ। নিউজিল্যান্ড জিতে গেলে সেমিফাইনালের পথও বন্ধ। এর মধ্যেই কলকাতার সাউথ সিটি মলে শপিং সারলেন বাবর আজম। আগের দিনই সাউথ সিটিতে আসার কথা ছিল পাক অধিনায়কের। কিন্তু হোটেল থেকে অনেকটা দূর হওয়ায় সিদ্ধান্ত নেওয়া যায়নি। সকালে ইডেনে অনুশীলনের পর বৃহস্পতিবাার সাউথ সিটিতে ইমাম-উল হকের সঙ্গে দেখা গেল বাবরকে।
এদিকে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেটের এই খারাপ পারফরম্যান্সের জের। বোর্ডের সঙ্গে মনোমালিন্য, স্বার্থের সংঘাতের অভিযোগ তোলা হয়েছিল প্রাক্তন পাক অধিনায়ক ও নির্বাচক কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হকের বিরুদ্ধে। পদত্যাগপত্রও পাঠান ইনজামাম। সেই পদত্যাগপত্র গ্রহণ করে বিবৃতি দিয়েছে পিসিবি।