এবার বিশ্বকাপে ভারতে আসার পর থেকে বাবর আজম বারবার নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, তিনি নেতৃত্ব হারানো নিয়ে ভাবছেন না। বিশ্বকাপের পারফরম্যান্স নিয়েই ভাবছেন। কিন্তু সূত্রের খবর, ইডেনেই পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান বাবর। পাক ক্রিকেট বোর্ড ও প্রাক্তন ক্রিকেটারদের ব্যবহারে বিরক্ত পাক অধিনায়ক। তাই এই সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
পাকিস্তানের জিও নিউজ তাঁদের একটি প্রতিবেদনে জানিয়েছে, বাবরের ঘনিষ্ঠরা তাঁকে পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। ইডেনে শুক্রবার সাংবাদিক বৈঠকে বাবরকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়। বাবর জানান, তাঁদের লক্ষ্য পরবর্তী ম্যাচ। পাকিস্তানে ফিরেই নেতৃত্ব নিয়ে ভাবতে চান তিনি।
অধিনায়ক হিসেবে কি চাপ অনুভব করছেন! বাবর জানান, "গত তিন বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়েছি। কোনও চাপ অনুভব করিনি। আমি একমাত্র ক্রিকেটার, যে গত ২ বছরে অধিনায়ক হিসেবে পারফর্ম করেছি। আজও সেই একই কাজ করে যাচ্ছি।"