নেতৃত্ব ছাড়ার পর দল থাকা নিয়েও প্রশ্ন। অবিলম্বে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা উচিত নির্বাচকদের। এমনই সুর চড়ালেন বাবরেরই সতীর্থ ইমাদ ওয়াসিম। বুধবারই নিজেই পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। এরপরের দিনই প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তোপ ক্রিকেটারদের।
নেতৃত্ব ছাড়ার সময় বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কথা এড়িয়ে যান বাবর। বরম তাঁর নেতৃত্বে দল শীর্ষ ব়্যাঙ্কিংয়ে যায়, সে কথা মনে করান বাবর আজম। তবে বাবর নেতৃত্ব ছাড়ার পরই ক্ষোভ উগরে দেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাননি। একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাবর T20 দলে সুযোগ পাওয়ারও যোগ্য নন। প্রাক্তন পাক ক্রিকেট মহম্মদ আমিরও বাবরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন।
তবে বাবর নেতৃত্ব ছাড়ার পর বেশ কয়েকজন সতীর্থ সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধন্যবাদ জানান। তবে নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বা শান মাসুদ, কেউই বাবরকে ধন্যবাদ জানাননি।