বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে পেল না ইংল্যান্ড। ধর্মশালায় বাংলাদেশের বিরুদ্ধে মাঠে বাইরে স্টোকস। এদিনের বিশ্বকাপের ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান। এদিনের বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে বলে জানান শাকিব। ইংল্যান্ড অধিনায়ক বাটলারের দাবি, টস জিতলে এই মাঠে তিনিও প্রথমে ফিল্ডিং নিতেন।
প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হার। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে বিতর্ক উসকে দিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ধর্মশালার মাঠের আউটফিল্ডকে এবার খারাপ বলেই অভিযোগ করলেন। যদিও বাটলারের এই অভিযোগকে আপাতত আমল দিচ্ছে না আইসিসি। তারা জানিয়েছে, মঙ্গলবারের এই ম্যাচ এই মাঠেই হবে।
আরও পড়ুন : চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন, প্লেটলেট ক্রমশ কমছে, উদ্বিগ্ন চিকিৎসকরা
বিশ্বকাপ শুরুর আগে ধর্মশালার মাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইসিসি পর্যবেক্ষকরা। সোমবার তাকেই অস্ত্র করেছিলেন বাটলার। তাঁর অভিযোগ, এই মাঠের আউটফিল্ড এককথায় জঘন্য।
কারণ, গত ম্যাচে এই মাঠেই খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। সেই ম্যাচেও ফিল্ডিং করতে গিয়ে অনেক সময় আউট ফিল্ড থেকে কাদা উঠে এসেছে।
যদিও ধর্মশালার মাঠ নিয়ে এখনও কোনও অভিযোগ নেই শাকিবের। প্রথম ম্যাচ জিতেই বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এই ম্যাচের আগে চাপে রয়েছেন বাটলার।