পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচের আরও টিকিট ছাড়ল বিসিসিআই। আহমেদাবাদে ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। ১৯ অক্টোবর পুনেতে প্রতিপক্ষ বাংলাদেশ। এই দুই ম্যাচে এখনও আসন সংখ্যা ফাঁকা। এর আগেও টিকিট ছেড়েছিল বিসিসিআই। ফের নতুন টিকিট প্রকাশ্যে আনল বোর্ড।
বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ১৪ অক্টোবর আহমেদাবাদের হবে। বাংলাদেশ ম্যাচ পুনেতে ১৯ অক্টোবর। বুধবার বিকেল ৮টা থেকে এই ম্যাচের টিকিট বুক করতে পারবেন সমর্থকরা।
আরও পড়ুন: এশিয়াডে সোনা বিতর্কে সরব আফগান ক্রিকেটার, বিতর্কের মধ্যেই দিল্লি ম্যাচ
বিশ্বকাপের টিকিট এভাবে ধাপেধাপে ছাড়া নিয়ে কিছু সমর্থক খুশি নন। বোর্ড জানিয়েছে, প্রথমবার যারা টিকিট পাননি, তাদের সুযোগ করে দিতেই ভারতের ম্যাচের দুই দিন এভাবে টিকিট বুকিংয়ের রাস্তা খুলে দিয়েছে বিসিসিআই।