৩৬ বছর পর বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে ভারত। ১৯৮৭ সালে শেষবার এই মাঠে তৎকালীন রিলায়েন্স কাপের সেমিফাইনাল খেলেছিল ভারত। কিউইদের বিরুদ্ধে বুধবার মাঠে নামার আগে পরিসংখ্যানে চোখ রাখলে কিন্তু অনেকটাই পিছিয়ে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের মঞ্চে ১০ বার মুখোমুখি হয়েছে দু দেশ। তাতে ভারত হেরেছে পাঁচটি ম্যাচ। ২০০৩ সালের বিশ্বকাপে কিউইদের হারিয়েছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার বিশ বছর পর ধর্মশালায় রোহিতের ভারতের কাছে ধরাশায়ী হয় নিউজিল্যান্ড। বিরাটের ৯৫ রানের সৌজন্যে ভারত জেতে চার উইকেট হাতে রেখে।
আরও পড়ুন : ম্যানচেস্টারের স্মৃতি ফেরাতে চান ফার্গুসন, মুম্বইয়ে কেমন হবে কিউইদের একাদশ ?
এই বিশ্বকাপে একবার নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। আবার তারা সেমিফাইনাল খেলবে। কী হবে বুধবার ? কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।