আটোতে চাপলে প্রাণ হাতে করে নিয়ে বসে থাকতে হয়। তিনি আর কখনই ওই যানে চড়তে পারবেন না। ভারতে বিশ্বকাপ খেলতে এসে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস (Ben Stokes)।
ঠিক কী হয়েছিল?
সম্প্রতি লিয়াম লিভিংস্টোন, কোচ অ্যান্ডি মিচেলকে সঙ্গে নিয়ে রাতে হোটেল ছেড়ে বেরিয়েছিলেন স্টোকস। বেনের কথায়, টুকটুকে করে তাঁরা বেড়াতে বেরিয়েছিলেন। কিন্তু রাস্তা ফাঁকা পেতেই গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। এমন বিপদজনক গতি দেখে বেশ ভয় পেয়ে যান তাঁরা।
গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বেন। ভিডিয়ো দেখে যদিও বোঝার উপায় নেই কোন শহর। তবে রাস্তা ঘাট দেখে রাজধানী দিল্লি বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন - জ্বরের জন্য ব্যাট করার ইচ্ছা ছিল না, বিশ্বরেকর্ড গড়ে দাবি গ্লেন ম্যাক্সওয়েলের
বেন বলেন, 'ছোট্ট টুকটুক। পিছনের সিটে আমরা বসেছিলাম। ফাঁকা রাস্তায় কার্যত উড়ছিলাম। চালক মোটেও স্লো করতে চাননি। একই গতিতে চালিয়ে গিয়েছেন।' যা বুঝিয়ে দিচ্ছে বেশ ভয় পেয়েছিলেন বেন।