৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। আর এই জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে সিএবি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে নামছে ভারত। এই ম্যাচে বিরাটের ৪৯ তম সেঞ্চুরিরও প্রতীক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।
বিরাটের জন্মদিনে ৭০ হাজার বিরাটের মুখোশ বিলি করবে সিএবি। সিএবি বিরাটের জন্য় বিশেষ কেকেরও আয়োজন করবে। ম্যাচ শুরু হওয়ার আগে সেই কেক কাটবেন বিরাট।
সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় রেভ স্পোর্টসকে জানিয়েছেন, "এখনও গোটা পরিকল্পনা বলতে চাই না। ইনিংসের মাঝে আতসবাজি ও লেজার লাইট শো করার পরিকল্পনা আছে। আশা করা হচ্ছে, ইডেনে সেদিন বিরাটের অনুরাগীরা মাঠ জুড়ে থাকবে।"