বিরাট কোহলি (Virat Kohli) নিজেই নিজেকে উপহার দিয়েছেন। ৩৫তম জন্মদিনে ইডেনের ফলকে খোদাই হয়ে গিয়েছে তাঁর নাম। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সেঞ্চুরি নট-আউট। তবে কথা মতো, তাঁর হাতে সোনার ব্যাট (Gold Plated Bat) তুলে দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ম্যাচের পর সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) তাঁর হাতে এই ব্যাট তুলে দেন।
ইডেনে বিরাটের জন্য একটি বড় কেকেরও আয়োজন করে সিএবি। বিরাটের ৭০ হাজার মুখোশও বিলি করার কথা ছিল। বিসিসিআইয়ের আপত্তিতে সেই সব পরিকল্পনা নষ্ট হয়েছে। অবশেষে জন্মদিনে ম্যাচের সেরা ক্রিকেটার বিরাটের হাতে সোনার ব্যাট তুলে দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ।
আরও পড়ুন: ইডেনে আটে আট, বিরাটের সেঞ্চুরি, ৫ উইকেট জাদেজার, ২৪৩ রানে জয় ভারতের
ইডেনে বিরাটের ব্যাটে ভর করে ৩২৬ রান তোলে ভারত। ১০১ রান করে সচিন তেন্ডুলকরের মাইলস্টোল স্পর্শ করেন বিরাট। দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান মজবুত করে টিম ইন্ডিয়া।