ইডেনে শনিবার মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে কোনও আতসবাজির প্রদর্শন হবে না। পুলিশের কাছে কোনও আসতবাজির অনুমতি নেয়নি সিএবি। তাই এই ম্যাচে কোনও বাজি প্রদর্শন হবে না বলেই খবর। সেমিফাইনালেও আতসবাজি ফাটানো হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সিএবি।
গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষবার বাজির প্রদর্শনী হয়েছিল ইডেনে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, কালীপুজোর দিন হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ম্যাচ একদিন আগে করা হয়। বিভিন্ন শহরে দূষণের জন্য আতসবাজির প্রদর্শন বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, সেই জন্যই ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে বাজির প্রদর্শনী হবে না।