পকেটে ১০ পয়েন্ট। বিশ্বকাপের অর্ধেক পথ অতিক্রান্ত। তাহলে কী ধর্মশালা থেকে এবার সোজা সেমিফাইনাল ? সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারানোর পরেও কিন্তু সবাইকে অপেক্ষা করতে বললেন রোহিত শর্মা। রোহিতের মতে, সবে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। সেমিফাইনাল অনেক দূর।
বিরাট, শামির প্রশংসার পরেও, রোহিত বিস্মিত দলের ফিল্ডিং নিয়ে। জাডেজার হাত থেকে ক্যাচ ফসকানোর ঘটনায় অবাক অধিনায়ক। বিষয়টির পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও ম্যাচ শেষে জানালেন রোহিত। তাঁর মতে হতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু দেখতে হবে, গোটা ইউনিট কী ভাবে এভাবে নড়ে গেল।
বিরাট প্রসঙ্গে রোহিতের মত, যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। গত তিন বছরের রানের খরা এইভাবেই বিরাটের ব্যাটে কাটুক বলেও দাবি করেছেন। আলাদা ভাবে প্রশংসা করেছেন মহম্মদ শামির।
শামির পাঁচ উইকেট এই ম্যাচে টার্নিং পয়েন্ট বলে দাবি করলেন অধিনায়ক। কারণ, ওই স্পেল না হলে কিউইদের কম রানে বেঁধে ফেলা শক্ত ছিল বলেও মত রোহিতের।
এবারের বিশ্বকাপ তাঁদের ঘুরে ঘুরে খেলতে হচ্ছে। যা তাঁদের কাছে নতুন শেখার বিষয়। রোহিতরা যেমন শিখলেন, হঠাৎ মাঠের মধ্যে নেমে এল কুয়াশা। যার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল ম্যাচ।
তবে তাতে টোল খায়নি, বিরাটের ব্যাট। ধর্মশালায় নিউজিল্যান্ডকে হারিয়ে অষ্টমীর রাতে দুটি অঞ্জলি দিলেন রোহিত। এক সৌরভকে, অন্যটি ধোনিকে।