ধর্মশালায় পাঁচ। লখনউয়ে চার। দু ম্যাচে ৯ উইকেট নিয়ে বিশ্বকাপে ছুটছেন বাংলার মহম্মদ শামি। যিনি প্রথম চার ম্যাচ উপেক্ষিত ছিলেন। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড বধেও জ্বলে উঠলেন বল হাতে। ফেরালেন স্টোকট, বেয়ারস্ট্রো, মইন আলি এবং আদিল রশিদকে। তাই ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে গেলেন, এরাই এই দলের সম্পদ।
বিশ্বকাপের এই ম্যাচে চ্যালেঞ্জ ছিল বোলারদের কাছে। যা দুর্দান্ত ভাবে করে দেখালেন বুমরা, শামি, কুলদীপ, জাডেজারা। কারণ, রোহিতও স্বীকার করলেন, এই মাঠে ২২৯ রান খানিকটা হলেও কম ছিল। কিন্তু তিনি ভাবতে পারেননি, ইংল্যান্ডের এই ভাবে ব্যাটিং ধস নামবে। তার জন্য অবশ্য বোলারদের পুরো কৃতিত্ব দিচ্ছে অধিনায়ক।
ব্যাটিং ভাল হয়নি। তাঁর ৮৭ রান ছাড়া বাকিরা সেইভাবে দানা বাঁধতে পারেননি। ভারত অধিনায়কের দাবি, শ্রীলঙ্কা ম্যাচে ভুল শুধরে নেওয়ার চেষ্টা হবে। ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের শীর্ষে এখন টিম ইন্ডিয়া। পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর সেই মাঠ সেখানে ১২ বছর আগে এই দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।