ইডেনে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ। বিশ্বকাপের পয়েন্ট টেবিল অনুযায়ী, এই ম্যাচ সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে দাঁড়িয়েছে। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং নেওয়ায় খেলার আগ্রহ আরও কমে গিয়েছে। তবে ইডেন গার্ডেন্সে ক্রিকেট মানেই আবেগ। ম্যাচ শুরুর আগেই কাতারে কাতারে ক্রিকেটপ্রেমীকে ইডেনে ঢুকতে দেখা যায়। ভারতের জার্সি পরে ক্রিকেটকে সমর্থন করতেই ইডেনে এলেন সমর্থকরা। বেশ কয়েকজনকে পাকিস্তানের জার্সি পরেও দেখা যায় এদিন ইডেনে। ইডেনে দেখা যায় ইংল্যান্ডের সমর্থকদেরও।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের জার্সি এর আগে দেখা যায়নি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে পাকিস্তানের সমর্থনেও ইডেন ভরালেন ক্রিকেটপ্রেমীরা। নেপালের জার্সি ও পতাকা নিয়েও দর্শকদের ইডেনে ঢুকতে দেখা যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড টসে জিতে ব্যাট করার পরই পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্নের ইতি হয়ে গিয়েছে। কিন্তু ইডেনে গোটা ম্যাচজুড়েই ক্রিকেটপ্রেম কিন্তু অটুট।